আলিপুরদুয়ার জেলা পুলিশের কুমারগ্রাম (Alipurduar) থানার উদ্যোগে সোমবার থানা চত্বরে আয়োজিত হয় এক সচেতনতা মুলক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে শিশুবিবাহ,অল্প বয়সে মাতৃত্ব,সেফ ড্রাইভ সেভ লাইফ, সাইবার অপরাধ প্রতিরোধ প্রভৃতি বিষয় নিয়ে সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। কুমারগ্রাম থানার আই সি শমীক চ্যাটার্জী জানান এই কর্মসূচির উদ্দ্যেশ্য ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারন মানুষকে শিশু বিবাহের ক্ষতি ও আইনী পরিনতি,অল্প বয়সে মাতৃত্বের স্বাস্থ্যগত ও সামাজিক প্রভাব, দূর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব, সাইবার বুলিং ও অন লাইন প্রতারণা প্রভৃতি বিষয়ে সচেতন করা যা সমাজ ও আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। সচেতনতা প্রচারের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে এলাকার বেশ কিছু দুস্থ মানুষকে কম্বল বিতরন করা হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আই সি শমীক চ্যাটার্জি, পুলিশ আধিকারিকগন, পুলিশ কর্মীগন সহ এলাকার বিশিষ্টজনেরা।
Alipurduar: কুমারগ্রাম থানার উদ্যোগে সচেতনতা কর্মসূচি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper