জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩ মহিলা সহ মোট ৫ জনকে। প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় কাছ থেকে।উত্তরবঙ্গে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে হাতেনাতে ৫ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বাসে করে মাদকের একটি বড় চালান জলপাইগুড়িতে আনা হচ্ছে— এমন খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। সেই খবরের ভিত্তিতেই সাদা পোশাকে ওত পেতে ছিল পুলিশের একটি বিশেষ দল। পাচারকারীরা ইসলামপুর থেকে বাসে করে জলপাইগুড়িতে পৌঁছালে পুলিশ তাদের পিছু ধাওয়া শুরু করে। হাতেনাতে পাকড়াও শহরের ব্যস্ততম এলাকা জলপাইগুড়ি মেডিকেলের সামনে যখন অভিযুক্তরা মাদক হাতবদলের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ই চারদিক থেকে ঘিরে ফেলে তাদের ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।ধৃতদের মধ্যে ২ জন ইসলামপুরের বাসিন্দা।বাকি ৩ জন জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দা।পুলিশের অনুমান, ইসলামপুর থেকে মাদক নিয়ে এসে জলপাইগুড়ির স্থানীয় এজেন্টদের মাধ্যমে তা খুচরো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির। ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে । ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে হাজির করবে কোতোয়ালি থানার পুলিশ।
Jalpaiguri: জলপাইগুড়িতে মাদকপাচার চক্রের পর্দাফাঁস ,গ্রেফতার ৫
রিপোর্ট : কনক অধিকারী , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper