রাজ্যে চলছে জোর কদমে SIR এর শুনানির কাজ , (kolkata )আবার কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন । রাজ্যের শাসকদলের হাতিয়ার লক্ষী ভাণ্ডার , কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্প সহ উন্নয়ন। এই জনমুখী উন্নয়ন কে প্রচার করতে রাজ্যের শাসকদলের প্রধান হাতিয়ার “উন্নয়নের পাঁচালি”। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের ১৬০০ জন বিশিষ্ট মানুষদের হাতে তুলে দেওয়া হবে ‘উন্নয়নের পাঁচালি’-সহ বিশেষ ধরনের কিট । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মত বুধবার ভবানীপুরে বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে হাজির হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও।এদিন সন্ধ্যায় মল্লিক বাড়ি থেকে বেরিয়ে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান , ‘বাংলায় সিনেমায় ওনার অবদান স্বর্ণাক্ষরে আগামী কয়েক শতাব্দী লেখা থাকবে । আজ সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই ওনার কাছে আসা । সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা ওনার সামনে তুলে ধরা হয়েছে ।এদিন অভিষেক এর সাথে সাক্ষাৎতে খুশি বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক ও ।
kolkata: ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper