শনিবার , জানুয়ারি 24 2026
Breaking News

vande bharat sleeper: মালদহ থেকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

vande bharat sleeper: মালদহ থেকে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (vande bharat sleeper) দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসে পৌঁছান শনিবার। সফরের প্রথম দিন শনিবার হেলিকপ্টার করে তিনি এসে পৌঁছান মালদহ রেল স্টেশন লাগোয়া রেল ব্যারাকের হেলিপ্যাডে। সেখান থেকে তিনি মালদহ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যান ও সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেন ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত চলবে। এছাড়াও তিনি বাংলা থেকে আরও ছটি ট্রেনের উদ্বোধন করেন ভার্চুয়াল ।এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন মালদহ বাইপাস লাগোয়া ময়দানে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন। সভায় তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। বাংলার উন্নয়ন এর জন্য প্রয়োজন বিজেপির সরকার। বাংলার প্রধান সমস্যা অনুপ্রবেশ। তৃনণমূল শাসনে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে উচ্ছেদ করা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি জানান বাংলায় বিজেপি সরকার হলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করা সম্ভব হবে। বাংলার সার্বিক উন্নয়নের জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার গঠনের আবেদন জানান তিনি। এদিনের কর্মসুচীতে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।