শনিবার , জানুয়ারি 24 2026
Breaking News

Narendra Modi : তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে ‘মহা-জঙ্গলরাজ’ আখ্যা দিলেন নরেন্দ্র মোদী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হুগলি

Narendra Modi : তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে ‘মহা-জঙ্গলরাজ’ আখ্যা দিলেন নরেন্দ্র মোদীরবিবার সিঙ্গুরের জনসভা (Narendra Modi ) থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এক সময় বিহারের জঙ্গল রাজ এর কথা মনে করিয়ে তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে ‘মহা-জঙ্গলরাজ’ আখ্যা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবারের মালদার‌ জনসভার মতোই এদিন‌ও অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন । এদিন নরেন্দ্র মোদী বললেন , দেশের সুরক্ষা নিয়ে খেলা করছে তৃণমূল। এদিন সিঙ্গুরের মাটিতে শিল্পের বিনিয়োগ এর বিষয়ে সঠিক আইনশৃঙ্খলা জরুরি বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের জনসভা থেকে প্রথমেই বিহারের প্রসঙ্গ তুলে মোদী বললেন, NDA বিহারের জঙ্গলরাজকে আটকে দিয়েছে । এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের মহা-জঙ্গলরাজকে আটকাতে হবে। এদিন মোদী জনসভা থেকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প গুলোকে বাংলায় ঢুকতে‌ না দেওয়ারও অভিযোগ করেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তিনি এদিনের জনসভার আগেই হুগলি জেলায় ৮৩০ কোটির প্রকল্প উদ্বোধন করেন । হুগলির বলাগড়ের এক্সটেন্ডেড‌ পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস সহ জয়রামবাটি‌-মায়াপুর রেল লাইনেল উদ্ধোধন করেন । এক‌ই সঙ্গে তিনি ৩টি‌ অমৃত ভারত এক্সপ্রেস এর সাথে একটি লোকাল ট্রেনের ও উদ্ধোধন করেন । উদ্ধোধন করেন ইলেকট্রিক ক্যাটামেরান পরিষেবার ও ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।