শনিবার , জানুয়ারি 24 2026
Breaking News

siliguri: অবৈধভাবে নদী থেকে পাথর তুলে ভিন রাজ্যে পাচারের পথে আটক দুটি ডাম্পার

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: অবৈধভাবে নদী থেকে পাথর তুলে ভিন রাজ্যে পাচারের পথে আটক দুটি ডাম্পার রাতের অন্ধকারে নদী থেকে (siliguri) অবৈধভাবে পাথর তুলে ভিন রাজ্যে পাচারের পথে আটক দুটি ডাম্পার। জানা গেছে মঙ্গলবার রাতে নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দীপাঞ্জন মজুমদার গোপন সুত্রে খবর পান পানিঘাটা থানার মাঞ্জা নদী থেকে অবৈধভাবে দুটি ডাম্পারে পাথর বোঝাই করা হচ্ছে ভিন রাজ্যে পাচারের উদ্দ্যেশ্যে। খবর পেয়ে দীপাঞ্জন মজুমদার কর্মীদের নিয়ে রাতেই পানিঘাটা নকশালবাড়ি রাজ্য সড়কের চ্যাঙ্গা বস্তি এলাকায় অভিযান চালান। অভিযানে পাথর বোঝাই ডাম্পার দুটি আটককরেন। চালকরা পাথরের কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের আটক করার পাশাপাশি পাথর বোঝাই ডাম্পার দুটি বাজেয়াপ্ত করে পানিঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ চালকদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করে আদালতে পাঠিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।