পথকুকুর ব্যবস্থাপনা সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক (DOG) নির্দেশের পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার পুরসভা মহকুমা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জেলা শহর ও পার্শ্ববর্তী এলাকায় বেড়ে ওঠা পথকুকুরের সমস্যা মোকাবিলায় তৎপরতা বাড়িয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ পথকুকুর আশ্রয়কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দেশজুড়ে পথকুকুরের কামড় ও হামলার ঘটনা গুরুতর জনসমস্যায় পরিণত হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, কুকুরের কামড়ে রেবিজে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার ও পুরসভাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার সমস্ত খরচও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।এই শীর্ষ আদালতের নির্দেশের প্রভাব এবার আলিপুরদুয়ারেও এসে পড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ পথকুকুরের কামড়ের শিকার হন। শিশু, প্রাপ্তবয়স্ক ও বয়স্ক—সব বয়সের মানুষই এর দ্বারা আক্রান্ত হচ্ছেন। কিছু ক্ষেত্রে সচেতনতার অভাব ও সময়মতো অ্যান্টি-রেবিজ টিকা না নেওয়ার ফলে মৃত্যুর ঘটনাও ঘটেছে।গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস টার্মিনাল ও রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে পথকুকুর সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর করতে স্থানীয় প্রশাসন প্রস্তুতি শুরু করেছে।এই সমস্যার সমাধানে আলিপুরদুয়ার পুরসভা ও মহকুমা প্রশাসন যৌথভাবে পদক্ষেপ জোরদার করেছে। প্রস্তাবিত আশ্রয়কেন্দ্রের জন্য নিউ আলিপুরদুয়ার রেলস্টেশনের কাছে জমি চিহ্নিত করা হয়েছে।এই আশ্রয়কেন্দ্রে পথকুকুরদের আবাসন, জন্মনিয়ন্ত্রণের জন্য নির্বীজন, চিকিৎসা পরিষেবা, টিকাকরণ ও যথাযথ পরিচর্যার ব্যবস্থা থাকবে। এতে বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার সহযোগিতাও নেওয়া হবে।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পথকুকুর আশ্রয়কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।”আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায় বলেন, “পুরসভার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য যে জমি চিহ্নিত করা হয়েছে, সে বিষয়ে আমাকে জানানো হয়েছে।”
DOG: সুপ্রিম কোর্টের নির্দেশ ,আলিপুরদুয়ারে বসছে পথকুকুর আশ্রয়কেন্দ্র
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper