কঙ্গনা রানাওয়াতের শো ‘লক আপ’-এর সবচেয়ে চর্চিত প্রতিযোগী যে পুনম তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রতিযোগিতায় বারবার সেটাই প্রমাণও হয়েছে। সম্প্রতি ‘লক আপ’-এর শো-এ বোমা ফাটান পুনম। প্রতিশ্রুতি দিয়ে বসেন পুনম পাণ্ডে স্টাইলে অন-ক্যামেরা পোশাক খুলবেন। কিন্তু শর্ত ছিল নায়িকার। কথা রাখলেন পুনম পাণ্ডে। গত সপ্তাহে প্রতিযোগিতায় ‘ডেঞ্জার জোনে’ ছিলেন পুনম। ভোট পেতে মরিয়া পুনম বলেন , ‘যারা শুনছেন তাঁদের সবাইকে বলছি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। আমি ভগবানের নামে শপথ করে তোমাদের জন্য এক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। পুনম পাণ্ডে স্টাইলে অন ক্যামেরায় লাইভে আসব। আমায় ভোট দাও আর তারপরেই দেখো কী হয়’। এরপর পুনম সর্বোচ্চ ভোট পেয়ে বিপদসীমা থেকে সোজা প্রথমস্থানে চলে আসেন। তাই অনান্য প্রতিযোগিদের অনুপস্থিতিতে ফ্যানেদের ধন্যবাদ জানাতে জানাতে জামাকাপড় খুলতে দেখা যায় পুনমকে। তবে সম্পূর্ণ নগ্ন হননি তিনি, পরনে ছিল অন্তর্বাস। অন্য প্রতিযোগিদের আসবার ইঙ্গিত পেতেই ফের টি-শার্ট গায়ে চাপিয়ে নেন পুনম, আর বলেন, ‘এর চেয়ে বেশি এখানে করা সম্ভব নয়। নিয়ম ভাঙতে পারব না। বিভিন্ন বয়সের মানুষ এই ওটিটি প্ল্যাটফর্ম দেখেন। মানুষজনকে বেকায়দায় ফেলতে চাই না’। তবে পুনম প্রতিশ্রুতি দেন, সারা সপ্তাহ ‘বিনোদন’ প্রদান করে যাবেন তিনি। দর্শকদের এখন সেই বিনোদনের অপেক্ষা I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper