শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Madhumita Sarcar: দক্ষিণে পাড়ি দিচ্ছেন টলিপাড়ার পাখি , মধুমিতার নতুন চমক

মেগা সিরিয়াল থেকে বেরিয়ে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন মধুমিতা সরকার। এই কয়েক বছরেই নায়িকা একটি নিজস্ব ফ্যানবেসও তৈরি করেছেন । আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী মধুমিতা। টলি অভিনেত্রী মধুমিতা সরকার এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শরীরী উষ্ণতায় বলিউডের নায়িকাদের টেক্কা দিচ্ছেন মধুমিতা সরকার। বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। এবার টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলা ছেড়ে দক্ষিণের ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। টলিপাড়ার মিষ্টি মেয়ে পাখি এবার উড়ে যাবেন দক্ষিণে। এই মুহূর্তে দম ফেলার মোটেই সময় নেই মধুমিতার। হাতে একগুচ্ছ কাজ রয়েছে। সেই সঙ্গে বড়পর্দায় রয়েছে একাধিক কাজ।
দক্ষিণের জনপ্রিয় নায়কের বিপরীতেই তাকে দেখা যাবে। নতুন পরিবেশের সঙ্গে পরিচয় করতে হচ্ছে সাথে শুটিংয়ের ফাঁকে নয়া ভাষাও রপ্ত করতে হচ্ছে নায়িকাকে।  ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন তিনি। তবে নতুন ছবি নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এখন তার অনুরাগীদের প্রতীক্ষা ছবির মুক্তির I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।