মনে আছে “ক্যাহো না পাওয়ার হে ” সিনেমার সেই মিষ্টি মেয়েটিকে বা “গ্যাদার” সিনেমার নায়িকাকে ? অভিনেত্রী আমিশা প্যাটেল বারেবারে প্রমাণ করে দিচ্ছেন যে বয়স নিছকই একটা সংখ্যামাত্র। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চমকে দিতে সিদ্ধহস্ত আমিশা প্যাটেল। তার শরীরী নেশা উপভোগ করতে যেন মুখিয়ে থাকেন ভক্তরা। কখনও অন্তর্বাস পরে আবার কখনও অন্তর্বাস ছাড়া সর্বদাই নেটপাড়ায় ঝড় তুলেছেন আমিশা । সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় চৈত্রের গরমে আরো উষ্ণতার পারদ চড়ালেন নায়িকা। নিজের ইনস্টগ্রামে সুইমিংপুলের পাশে শুয়ে হট ভিডিও পোস্ট করে ভক্তদের পাগল করে দিয়েছেন অভিনেত্রী।স্ট্রাইপ বিকিনিতে উপচে পড়ছে তার স্তনের একাংশ। সেক্সি ক্লিভেজে ভক্তদের পাগল করে দিয়েছেন আমিশা প্যাটেল। খোলা চুল, চোখে সানগ্লাস, মাখনের মতো ত্বকে তিনি যেন এক লাস্যময়ী পড়ি। কখনও বসে, কখনও আবার শুয়ে নানা ভঙ্গিমায় যৌন আবেদনে ঝড় তুললেন নায়িকা। হট চাবুক ফিগারে ভক্তদের ধরে রাখতে হামেশাই নানা ছবি-ভিডিও পোস্ট করে থাকেন আমিশা প্যাটেল এবারও তার অন্যথা হল না।অভিনয়ে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি বির্তকে জড়িয়েছেন আমিশা প্যাটেল। একের পর সম্পর্ক থেকে নতুন সম্পর্কে জড়ানো বা বিচ্ছেদ সবেতেই বারেবারে উঠে এসেছেন তার নাম। যদিও এসব আলোচনাকে তোয়াক্কা করেন না তিনি I নিজের মত করে বিন্দাস রয়েছেন আমিশা। বর্তমানে বলিউডের ছবিতে সেভাবে দেখা না গেলে নেটদুনিয়ার উষ্ণতা বাড়াতে সিদ্ধহস্ত আমিশা। সম্প্রতি স্পোর্টস পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন আমিশা। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।