সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশন একটুও হাতছাড়া করতে চাননা উরফি জাভেদ। তাই গরম পড়তেই নিজের মতো করে স্টাইল স্টেটমেন্টে ঝড় তুলছেন উরফি জাভেদ। ফের নয়া পোশাক পরে নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি Iপ্রচন্ড গরমের মধ্যে যে নিজেকে ঠিক রাখতে পারছেন না উরফি জাভেদ, তা তার পোশাকেই ধরা পড়েছে। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে ধরা দেন উরফি । ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ। সম্প্রতি ফের নয়া লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।এরমধ্যে সাদা পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে। টুকরো টুকরো কাপড়ের খন্ড জুড়েই এবার পোশাক বানিয়ে পরে নিয়েছেন উরফি । হাই থাই স্লিট পোশাকে বেরিয়ে রয়েছে তার উরু। তবে শুধু উরুই নয়, উরুর খাঁজও স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। এই অদ্ভুত পোশাকের ছবি ভাইরাল হতেই একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। তবে কি এটাই উরফির সামার লুক। প্রতিটা ছবি ভাইরাল হয়েছে দুরন্ত গতিতে। তবে ভেসে এসেছে বিরূপ মন্তব্যও। কিন্তু তাতে উরফির কিছুই যায় আসে না I