Breaking News

Ranbir Kapoor-Alia bhatt-KISSING: রণবীর আলিয়াকে জড়িয়ে চুমু খেয়ে হলেন ভাইরাল

দুজনের বয়সের ব্যবধান অনেকটাই। কিন্তু বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তার প্রমাণ রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। রণবীর ও আলিয়ার রাজকীয় বিয়ের রেশ এখনও তুঙ্গে রয়েছে। নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রালিয়া জুটি। বিয়ের ছুটি শেষ হতেই রণবীর কাপুর ও আলিয়া ভাট যে যার কাজে লেগে পড়েছেন । এর মধ্যে রণবীর ও আলিয়ার একটি অদেখা ভিডিও ভাইরাল হয়েছে। যা মুহূর্তে  ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মালাবদল সেরে নিজের বউকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন রণবীর কাপুর। নতুন বউকে পরিচয় করিয়ে রণবীর বলছেন, আমার বউকে হাই বলুন সবাই। বরের কথা শুনে সকলেই হেসে লুটিয়ে পড়েছেন এবং আলিয়াও নিজের হাত নেড়ে সকলকে অভিবাদন জানিয়ে মিষ্টি করে হাই বলেন। ভালবাসা মাখানো এই ভিডিও দেখে তাদের অনুরাগীরা সকলেই মুগ্ধতা উজাড় করে দিয়েছেন। বলিপাড়ার অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিং করেননি রণবীর কাপুর ও  আলিয়া ভাট। কাপুর ও ভাট পরিবারের লোকজনদের নিয়েই ঘরোয় ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। বলিউডে রাজকীয় বিয়ে নিয়ে কৌতুহল ছিল সংবাদমাধ্যমে। বহুদিন ধরেই এই বিয়ের অপেক্ষায় ছিলেন সকলেই। পরিবারের উপস্থিতিতে অফিসিয়ালি চার হাত এক হল রণবীর-আলিয়ার। অগ্নিসাক্ষী রেখে, পরিবারের বড়দের আশীর্বাদ নিয়ে নতুন পথচলা শুরু করলেন রালিয়া জুটি। বিয়ের পর তারকা জুটির নজরকাড়া এন্ট্রি দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। বিয়ে করেই ঠোঁটে ঠোঁট রেখে আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন একে অপরকে। আদর-সোহাগে মাখা সেই ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকেও দিয়েছেন স্বয়ং কাপুর পরিবারের বউমা। এবার মিষ্টি ভিডিও নিয়ে মেতে উঠেছেন ভক্তরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।