রণবীর ও আলিয়ার রাজকীয় বিয়ের রেশ এখনও তুঙ্গে। তার মধ্যে এই তরকা জুটির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই নেটপাড়ায়। তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। বিয়ের পর দম্পত্তি হিসেবে প্রথমবার একসঙ্গে হাজির হতে চলেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে কি ‘কফি উইথ করণ’-এ হাজির হতে চলেছেন রণবীর ও আলিয়া? সেখানেই কি নিজেদের সিক্রেট ফাঁস করবেন বলিউডের নবদম্পতি। জানা গিয়েছে করণ জোহর তার বিতর্কিত চ্যাট শো কফি উইথ করণ-নিয়ে আসতে চলেছেন।সূত্রের খবর, মে মাস থেকেই নাকি শুরু হতে পারে এই শো। বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, নবদম্পতি ‘কফি উইথ করণ’-এর অতিথি হতে চলেছে। তাদের অতিথি হিসেব পেয়ে দারুণ উচ্ছ্বসিত করণ জোহর।
সূত্র থেকে আরও জানা যাচ্ছে, আলিয়া ও রণবীর কি ভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন, তাও জানাবেন। অন্তরঙ্গ বিবাহ, নিজেদের লাভ লাইফ, যৌনজীবন নিয়েও মুখ খুলবেন রণবীর ও আলিয়া। এর আগে করণ জোহরের চ্যাট শো কফি উইথ করণ-এ রণবীরকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক কেমন যৌনজীবন পছন্দ করেন রণবীর কাপুর। উত্তরে রণবীর জানান, ক্যাজুয়াল যৌনতার থেকে খারাপ কিছু হয় না। ক্যাজুয়াল যৌনতার অভিজ্ঞতা হস্তমৈথুনের থেকেও খারাপ। রণবীর আরও বলেন, আপনি যার সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন তাকে যদি ভাল না বাসেন তাহলে সেই যৌনতার থেকে খারাপ অভিজ্ঞতা আর কিছু হতে পারে না। এমনকী হস্তমৈথুনের থেকেও সেই অভিজ্ঞতা আরও খারাপ। নিজের যৌনজীবন নিয়েও সোজাসাপটা মন্তব্য করে সকলকে চমকে দিয়েছেন আলিয়ার হবু স্বামী।এবার শো-এর এই পর্বে রালিয়া আর কি চমক নিয়ে আসেন সেই প্রতীক্ষায় ভক্তরা I