প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুমারগ্রাম ব্লকের ধুমপাড়া ঘাটে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবী কুমারগ্রামবাসীর। রায়ডাক নদী বেষ্টিত, জঙ্গল ঘেরা এই জায়গাটি থেকে উত্তর দিকে কিছুটা দুরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভূটান পাহাড়। ভারত ভূটান সীমান্তে অবস্থিত এই সৌন্দর্যের খনিটি প্রচারের অভাবে আজও উপেক্ষিত।কুমারগ্রাম বাজার পেরিয়ে দুধারে চা বাগানের সবুজ গালিচার মাঝখান দিয়ে ছুটে চলা পাকা সড়ক ধরে চার কিলোমিটার পাড়ি দিয়ে নিউল্যান্ডস চা বাগান। চা বাগানের কারখানা থেকে বেরিয়ে আসা চা পাতার গন্ধ বুকে নিয়ে চা বাগানের ভিতর দিয়ে দু কিলোমিটার পশ্চিমে গেলেই ধুমপাড়া ঘাট। এখান থেকে ঘুরে নেওয়া যায় ভূটানের কালিখোলা ও ভূটানের জগৎ বিখ্যাত কমলা লেবুর বাগান, কালিখোলা পাহাড়ের ওপর গড়ে ওঠা চোখা জল বিদ্যুৎ কেন্দ্র, কালিখোলার বুদ্ধ মন্দির সহ যম দুয়ার। নিউল্যান্ডস চা বাগান কর্তৃপক্ষের গড়ে তোলা রাবার বাগানটিও আরেকটি দর্শনীয় স্থান। রয়েছে নিউল্যান্ডস চা বাগানের পরিত্যক্ত এয়ারপোর্ট যেখান থেকে ইংরেজ আমলে নিউল্যান্ডস, কুমারগ্রাম ও সংকোষ চা বাগানের উৎপাদিত চা পাতা ডাকোটা বিমানে করে পাঠানো হত বাইরে।
রায়ডাক নদীতে নৌকা বিহার করে নদীর বুকে সুর্যাস্তের অপরূপ সৌন্দর্য কে ক্যামেরা বন্দী করে জীবনের এক অমুল্য স্মৃতির সাক্ষী থাকার আনন্দের অনুভূতি সারা জীবনের সম্পদ হয়ে থাকবে একথা নিশ্চিত করেই বলা যায়। এলাকাবাসীর দাবি সরকারি উদ্যোগে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক। তাদের অভিযোগ অনাদরে অবহেলায় পড়ে থাকা এই অপরূপ সৌন্দর্যের খনি প্রচারের আলোয় আলোকিত হয়নি। তাদের বক্তব্য এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার আর্থ সামাজিক ক্ষেত্রে উন্নয়ন ঘটার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ বৃদ্ধি পাবে।
Kumargram Dhumpara Ghat: কুমারগ্রামের ধুমপাড়া ঘাট
সুকুমার রঞ্জন সরকার , আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper