টলিপাড়ার হট হিরোইন ঋতাভরী যেন সর্বদাই ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। সময় পেলেই কখনও বেড়াতে যাওয়া, কখনও পুল পার্টিতে মেতে থাকেন নায়িকা। যা দেখতেই হামলে পড়েন ভক্তরা।
নিজের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের জলকেলির ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। যদিও এই প্রথমবার নয় ,মাঝেমধ্যেই সুইমিং পুল, কিংবা সমুদ্র সৌকতের ছবি পোস্ট করে থাকেন টলিপাড়ার সেক্সিয়েস্ট অভিনেত্রী। কালো বিকিনিতে সুস্পষ্ট বক্ষের খাঁজ দৃশ্যমান। সুইমিং পুলে জলকেলির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ঝড় তুললেন ঋতাভরী চক্রবর্তী। বন্ধুত্ব দিবসের দিনই গার্লস গ্যাং-এর সঙ্গে এই ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। যার ক্যাপশনে লেখা রয়েছে – বছর যাই হোক না কেন বন্ধুত্ব একই রয়েছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম ওড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির এই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী কে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। হটনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই তার আকর্ষণীয় শরীরের ছায়া Iসোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে ভিডিও পোস্ট করার পর ঝড়ের গতিতে সেটা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নিজের শরীরী নেশায় ভক্তদের কালঘাম ছুটিয়েছেন নেটপাড়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীকে দেখতেই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায় Iএই মুহূর্তে ঋতাভরীর হাতে একগুচ্ছ কাজ রয়েছে। গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি নায়িকা। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন তিনি। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘ফাটাফাটি’-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাকে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে বঙ্গতনয়ার হাইভোল্টেজ ছবিতে কাঁপছে সোশ্যাল মিডিয়া।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper