টলিউডে ফের আত্মহত্যার চেষ্টা এক অভিনেতার।এবার ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করলেন টলিউড অভিনেতা শৈবাল ভট্টাচার্য। জনপ্রিয় এই অভিনেতা বহু ধারাবাহিকের নিয়মিত মুখ। তার এহেন কাণ্ডে মনে করা হচ্ছে কাজ না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। একসময় অনেক ধারাবাহিকে পর পর কাজ করেছেন তিনি। কিন্তু তারপরে আর সেভাবে তাঁকে দেখা যায়নি কোনো ধারাবাহিকে। তাই মনে করা হচ্ছে কাজ না পাওয়ায় মানসিক যন্ত্রনা ও অবসাদে ভুগছিলেন অভিনেতা আর তার থেকেই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তিনি I সুত্র মারফত জানা যাচ্ছে সোমবার মদ্যপ অবস্থায় নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যা করতে চেষ্টা করেন শৈবাল। তাঁর মাথায় ও পায়ে আঘাত লাগে। চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, আপাতত চলছে তাঁর চিকিৎসা। বিভিন্ন ধারবাহিকে বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য,বাবা, কাকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।শুধু অভিনয়ই নয় চিত্রনাট্য, সংলাপ লেখার কাজও করেছেন। কিন্তু হঠাৎই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তিনি মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলেও জানা যাচ্ছে। তাঁর পরিবারের মতে কাজ না থাকায় অবসাদগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন শৈবাল এবং তার থেকেই আত্মহত্যার চেষ্টা করেন অভিনেতা। সোমবার রাত্রে কসবার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতাকে। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে তিনি বলছেন, ‘ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম,’ সারা গা রক্তে ভিজে গেছে কোনো মতে জড়ানো গলায় বলছেন, ‘এর জন্য দায়ী আমার স্ত্রী, শাশুড়ি এবং…’ তারপরে আর কথা শেষ করতে পারেননি তিনি ভিডিওটি শেষ হয়ে যায়। অভিনেতা, বাংলা সিরিয়াল ‘প্রথমা কাদম্বিনী’-তে তাঁর ভূমিকার জন্য পরিচিত I প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে বেশ কিছু অভিনেত্রীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছিল Iবাঙালি অভিনেতা পল্লবী দে এবং বিদিশা দে মজুমদার এবং মডেল-অভিনেতা মঞ্জুশা নিয়োগী আত্মহত্যা করে মারা যাওয়ার কয়েক মাস পরে শৈবাল ভট্টাচার্য- এর আত্মহত্যার চেষ্টার খবর টলিপাড়ায় সোরগোল ফেলেছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper