শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Jalpaiguri TMC: জলপাইগুড়ি জেলা জুড়ে ব্লক স্তরে তৃণমূলের সাংগঠনিক রদবদল

রিপোর্ট : রাজীব মুখার্জী , এই যুগ, জলপাইগুড়ি

সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ও ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের শহর এবং গ্রামীণ ব্লকের সাংগঠনিক ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস।শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে জলপাইগুড়ি জেলার নতুন শহর ও গ্রামীণ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।জেলার ১০ টি ব্লকের শহর ও গ্রামীণ তৃণমূল কংগ্রেস , তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূলের মহিলা সংগঠন ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় বাদ পড়েছেন অনেক পুরনো নেতা,এমনকি অনেক ব্লক সভাপতিকে অপসারণ করা হয়েছে। সেই জায়গায় সভাপতিদের তালিকায় স্থান পেয়েছেন অনেক নতুন মুখ। উত্তরবঙ্গে বিজেপির উত্থান প্রসঙ্গে গত ১২ই জুলাই ধূপগুড়ির সভা মঞ্চ থেকে দলীয় নেতৃত্বদের প্রতি আস্থা হারিয়ে কার্যত নেতাদের রীতিমত ধমক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ছয় মাসের মধ্যেই দলকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। তার ঘোষণার এক মাসের মধ্যেই নতুন করে সাংগঠনিক রদ বদল করল তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল রঞ্জন সরকারকে সরিয়ে তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন দীপু রায়। অন্যদিকে ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে সাগ্নিক দাসকে। বানারহাট ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নয়ন দত্তের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন সাগর গুরুং, নাগরাকাটা ব্লকের সভাপতি হয়েছেন সঞ্জয় কুজুর, মেটেলি ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোসেফ মুন্ডা, মাল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে অমিত দে’র উপর ফের দল ভরসা রেখেছে, মাল গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুশীল কুমার প্রসাদ, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায়, ময়নাগুড়ি ১ নং ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন মনোজ রায় ও শিব শংকর দত্ত, ময়নাগুড়ি টাউন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোবিন্দ পাল, জলপাইগুড়ি টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জী, সদর ১ ও সদর ২ ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ বসু বিশ্বাস ও প্রসন্নদেব দাস, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন অরিন্দম ব্যানার্জী ও ডাবগ্রাম ফুলবাড়ীর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শুধা চ্যাটার্জী। পাশাপাশি তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের তালিকায় স্থান পেয়েছে অনেক নতুন মুখ। তৃণমূল সূত্রে খবর, সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে । দলকে শক্তিশালী করতে এবং হারানো জমি পুনরুদ্ধারে এই নতুন কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দলীয় কর্মীদের মনোবল বাড়াবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।