বলিউডের একসময়ের সফল নায়িকা আমিশা পটেল সম্প্রতি কিছু হট টু হ্যান্ডেল ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেগুলো ইতিমধ্যেই দারুন ক্রেজ তৈরি করেছে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে I বেশ কিছু বছর ধরে আমিশাকে বড় পর্দায় দেখা যায়নি। তবে অভিনেত্রী নিজের হট ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্টের দৌলতে প্রায়ই লাইমলাইটে থাকেন। নিজের বোল্ড ছবিগুলি পোস্ট করে ভক্তদেরকে উন্মাদ করে তোলেন হৃত্বিক রোশনের নায়িকা।সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে একদম রেড হট অবতারে দেখা গেছে অভিনেত্রীকে।আমিশার বয়স এখন ৪৬ হলেও হাটনেসের প্রতিযোগিতায় অনায়াসে টেক্কা দিতে পারেন উঠতি অভিনেত্রীদের। তাঁর অনুগামীরা নিশ্চিত ভাবে তার আগামী ছবিতেও তাঁকে এরকমই সেক্সি অবতারে দেখতে চাইবেন Iকাজের প্রসঙ্গে আমিশাকে, সানি দেওল-এর বিপরীতে ‘গদর ২’-তে দেখা যাবে I গদর সিনেমার সেই ম্যাজিক আবার ফিরে আসবে এটাই এখন নায়িকার ভক্তদের প্রত্যাশা I
Tags Ameesha Patel