যুব সমাজকে মাঠে টানতে শনিবার কাঁকিনাড়ার সুন্দিয়া পাড়ার ‘ইয়ং ব্লাড’ নক আউট এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল সুন্দিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। পাঁচ বছর ধরে চলা দিবারাত্র ১৬ টি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার বুদ্ধদেব মন্ডল, তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে, মানিক নট্টো, তরুণ দাস প্রমুখ। প্রতিযোগিতার মূল উদ্যক্তা তরুণ ফুটবলার প্রসেনজিৎ কোলে, আবির সাহা, তন্ময় সাহা, অমর দাস। মোবাইলে বুদ হয়ে পড়া যুব সমাজকে মাঠমুখী করতে ইয়ং ব্লাডের এহেন উদ্যোগের প্রশংসা করলেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।
Football Competition Kankinara: কাঁকিনাড়ার ইয়ং ব্লাডের নক আউট ফুটবল প্রতিযোগিতা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper