চলচ্চিত্র প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে এবং জাহ্নবী কাপুরের বোন, অভিনেতা খুশি কাপুর এখনও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর আত্মকপ্রকাশ ঘটাননি, কিন্তু এরমধ্যেই ইন্টারনেট দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর বড় বোনের পথে হেঁটে খুশি-ও তাঁর হটনেস দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটবে তাঁর, তার আগেই তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম ছবিগুলি রীতিমত চর্চার বিষয় হয়ে উঠেছে।খুশি কাপুর ইনস্টাগ্রামে যে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যার সবকটিই কালো রঙের কাট-আউট পোশাকে! জুনিয়র কাপুরকে একটি কালো কাট-আউট পোশাকে সিজলিং দেখাচ্ছিল যখন তিনি ক্যামেরার জন্য পোজ দিয়েছেন।কালো পোষাকে তাঁর সুপার হট ছবিগুলি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর হটনেস এত বেশি যে এমনকি তাঁর বড় বোন জাহ্নবী কাপুরও তাঁর ছবির প্রশংসা না করে থাকতে পারেননি। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে জাহ্নবী একটি হার্ট ইমোটিকন সহ লিখেছেন ‘সে কি সত্যি?’। খুশি কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় যে কয়েকটি ছবি শেয়ার করেছেন তাতে তাকে কিছু সত্যিই অপূর্ব দেখাচ্ছে। তিনি তাঁর আবেদনময়ী এক্সপ্রেশনে মাত করেছেন যুবকদের।
খুশি কাপুর জোয়া আখতারের আসন্ন মিউজিক্যাল ফিল্ম ‘দ্য আর্চিস’ দিয়ে তার বলিউডে আত্মপ্রকাশ করবেন। শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে দেখা যাবে তাকে। এই তিন তারকা কিডসকেই এক সঙ্গে দেখা যাবে I দর্শকদের জন্য এ এক নতুন চমক হতে যাচ্ছে I
Tags Janhvi Kapoor