টলিপাড়ার হট হিরোইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সর্বদাই সোশ্যাল মিডিয়াতে শিরোনামে থাকেন। পুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই সারা শহর আবার সেজে উঠবে আলোয়। জোরকদমে চলছে পুজোর শপিংও । এর পাশাপাশি কোন পুজোর কী থিম তা জানতেও মুখিয়ে রয়েছেন সকলেই। অনেকে আবার কোনদিন কোথায় যাবেন তার পরিকল্পনা করে ফেলেছেন। তারকাদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পুজোর ফ্যাশন থেকে থিম সবটাই জানা যাচ্ছে। এবার পুজোর আগে বঙ্গনারী লুকে নজর কাড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী নিজের একাধিক ছবি শেয়ার করেছেন । শাড়ি পরে আকর্ষণীয় লুকে নিজেকে মেলে ধরেছেন রাজ ঘরনি। পুজোর আনন্দে এখন সকলেই মাতোয়ারা। পুজো ফ্যাশনে কে কাকে টেক্কা দেবে তা নিয়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একের পর এক ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ার নজর কাড়ছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। খুশির মেজাজে শুভশ্রীকে দেখেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।সবুজ রঙের ফিনফিনে শিফনের শাড়িতে যৌবন যেন উপচে পড়ছে। লাস্যে ভরা শরীরে শুভশ্রীকে দেখে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। লো নেক স্লিভলেস ব্লাউজে হট ক্লিভেজ বেরিয়ে রয়েছে। খোলা চুলে শুভশ্রীর অ্যাটিটিউটে মুগ্ধ অনুরাগীরা। অভিনেত্রীর হট ফিগারে বোল্ড আউট হয়েছেন ভক্তরা । বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই হট মুভসে মুগ্ধ করে দেন ভক্তদের।রাজ চক্রবর্তীর হাত ধরেই ‘চ্যালেঞ্জ’ ছবিতে অভিনয় করে প্রথম লাইমলাইটে আসেন তিনি। তারপর থেকে একের পর এক সিনেমা করে শিরোনামে আসেন নায়িকা। তার জীবনটা অনেকটা রোলার কোস্টারের মতো। সম্পর্ক, প্রেম, বিচ্ছেদ তার জীবনকে দুর্বিসহ করে তুলেছিল। তবে সব বাধা পেরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।নিন্দুকেরা বলেন সাত পাকে বাঁধা পড়ার পর তার জীবনটা নাকি একেবারে বদলে গিয়েছে। প্রায় সবকটি সিনেমাতেই নিজের বেস্টটাই দিচ্ছেন অভিনেত্রী। তার ভক্তদের কাছে আবার নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী I
Tags Subhashree Ganguly
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper