শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

TMCP Howrah: উওর হাওড়ায় শিক্ষক দিবসে শিক্ষাগুরু দের সন্মান জানালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

TMCP Howrah: উওর হাওড়ায় শিক্ষক দিবসে শিক্ষাগুরু দের সন্মান জানালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাশিক্ষাগুরু দের সন্মান জানানো প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য , এটাই প্রমাণ করে দেখালো উওর হাওড়ার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । নিজেরা সবাই ছাত্র ছাত্রী ।তাই শিক্ষক শিক্ষিকাদের সাথে তাদের সম্পর্ক নীবিড় । TMCP Howrah: উওর হাওড়ায় শিক্ষক দিবসে শিক্ষাগুরু দের সন্মান জানালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাএদিন ৫‌ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মাননীয় গৌতম চৌধুরী এর নির্দেশে এবং সভাপতি অরিজিৎ বাত্যাবল এর পরামর্শে ৭ নং ওয়ার্ড এর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এলাকার বিভিন্ন শিক্ষক দের সম্মান জানালো ।এই কর্মসূচি কে আগামীদিনে এগিয়ে নিয়ে যাওয়া এবং যাতে আরো ভালো কাজ কাজ করতে পারে সমাজের জন্য তা‌ই আশীর্বাদ দিলেন এলাকার প্রত্যেক টি শিক্ষক শিক্ষিকা এবং তৃনমূল বিধায়ক গৌতম চৌধুরী । এদিনের ছাত্র ছাত্রীদের কাজে স্বভাবতই খুশি উওর হাওড়ার সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে সমাজকর্মী ও শিক্ষাবিদরা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।