আর ক’দিন পরেই দেবী আসছেন। বাতাসে কাশ ফুলের গন্ধ। নীল আকাশে সাদা মেঘের ভেলা।দেবী দুর্গার আরাধনার মূল উপকরণ ১০৮ টি পদ্ম ।বলাই বাহুল্য দুর্গা পূজার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ পূজো চামুন্ডা পূজো।সন্ধি পূজোর সময়ে চামুন্ডা দেবীর পূজোই হয়।এই পূজোয় প্রধান উপকরণ হল ১০৮পদ্ম। কিন্তু এই ফুলের এবারে একদিকে যেমন যোগান কম অন্যদিকে তেমনি ভালো বৃষ্টি না হওয়ায় জন্য ফুলের মান ও কমে যাবে বলে জানা গিয়েছে ফুলচাষীদের কাছ থেকে। প্রসঙ্গত দক্ষিণ পূর্ব বেলের খড়্গপুর শাখার আবাদা থেকে জকপুর পর্যন্ত রেলের খাদেই মূলত ভালো মানের পদ্ম পাওয়া যায়। কিন্তু এবছর তেমন বৃষ্টি না হওয়ায় সেই পদ্মের মান কমে যাবে।কারন বৃষ্টির ফলে জলস্তর যত বাড়বে ততই পদ্মফুলের মান বাড়বে। কিন্তু এখনো পর্যন্ত তা না হওয়ায় মাথায় হাত পদ্মচাষীদের।
Lotus: অকালবোধনে পদ্ম
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper