Breaking News

Howrah: ভূপাল থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে ট্রানজিৎ রিমান্ডে রাজ্যে নিয়ে আসলো এসটিএফ

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Howrah: ভূপাল থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে ট্রানজিৎ রিমান্ডে রাজ্যে নিয়ে আসলো এসটিএফহাওড়ার বাঁকড়া ও দক্ষিণ ২৪ পরগনার এলাকা থেকে গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের সঙ্গে যুক্ত আরও দুই জঙ্গির সন্ধান পায় রাজ্য এসটিএফের টিম। নির্দিষ্ট সূত্র ধরে মধ্যপ্রদেশ রাজ্যের ভূপাল থেকে গ্রেফতার করে রাজ্য এসটিএফ। গতকাল ভূপাল পুলিশের সহায়তায় কলকাতা পুলিশের এসটিএফের সদস্যরা। আজকে তাঁদেরকে ট্রানজিৎ রিমান্ডে রাজ্যে নিয়ে আসে। এই দুই জঙ্গি নিজের নাম পরিবর্তন করে বিভিন্ন নাম নিয়ে থাকতো বলেই তদন্তকারী আধিকারিক সূত্রে জানা যাচ্ছে। তদন্ত করতে নেমে তারা জানতে পারে এই দুই জঙ্গি ডোমজুড় থানা এলাকাতে ঘর ভাড়া করে থাকতো। এরপর তাঁদের সন্ধান শুরু করে জানতে পাড়া যায় তারা মধ্যপ্রদেশের ভোপালে গা ঢাকা দিয়ে আছে। বিভিন্ন সময়ে নানান নাম বদল করে তারা রয়েছে। জাহিল উদ্দীন আলী ওরফে এলিয়াস মোহন পাত্র, হোলি উল্লা মিলন, এলিয়াস ইব্রাহিম, দ্বিতীয় জন জন আলী আবেদীন, আক্রামুল হোক এই দুই জনকে ১২ দিনের এসটিএফের হেফাজতে আজকে তাঁদের আনা হয়।
এই ঘটনায় সরকারি কৌসুলী সোমনাথ বন্দোপাধ্যায় জানান এই দুই ধৃতদের বিরুদ্ধে ভারত বিরোধী সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অব্জেযোগ রয়েছে। এদের বিরুদ্ধে ইউপি আইন অনুযায়ী মামলা চালানো হয়েছে। ডোমজুড় মামলাতে মোট চারজন অভিযুক্ত ছিল। যার মধ্যে একজনকে আগেই গ্রেফতার করা হয়। একজন পলাতক রয়েছে। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দুইজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান পাওয়া যায়। আজকে আদালতে দুজনকে পেশ করা হলে বিচারক ধৃতদের ১২ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। যে পলাতক রয়েছে তাকেও দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা বলেই দাবি করেন সরকারি কৌসুলী সোমনাথ বন্দোপাধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।