ঊনিশশো বিরান্নব্বই সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের দশ তারিখ বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। উদ্দ্যেশ্য মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সকলকে সচেতন করা। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এশোশিয়েসনের উদ্যোগে ও মেনোটাইট সেন্ট্রাল কমিটির সহায়তায় সোমবার শিলিগুড়ির মাটিগাড়ায় উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে এই দিনটি উদযাপিত হয়। উদযাপন অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য ও আমাদের কর্তব্য শীর্ষক এক আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ কয়েকজন চিকিৎসক ও বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানান বর্তমানে স্ট্রেস, হতাশা, কিংবা মানসিক উদ্বেগের মতো নানা জটিলতা দেখা দিচ্ছে সকলের মধ্যে। এই সমস্যা সঠিকভাবে নিয়ন্ত্রন করতে না পারলে কঠিন আকার ধারন করতে পারে। এমনকি মানসিক জটিলতা মৃত্যুর কারন ও হতে পারে। বিশ্ব জুড়ে মানসিক জটিলতা দিন দিন মহামারি রূপ ধারন করছে। তা লক্ষ্য করে ১৯৯২ সালে ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য ফেডারেশন মানসিক জটিলতা দূরীকরণের জন্য বেশ কিছু কার্যক্রম গ্রহন করে সেগুলি প্রচার করতে শুরু করে। তখন থেকেই বিশ্ব জুড়ে এই দিনটিকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়।
Goutam Deb Siliguri: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি