কয়েক বছর আগেও আলোর উৎসব দীপাবলিতে মাটির প্রদীপ ছিলো অপরিহার্য। দীপাবলি এলেই বাজারে দেদার বিক্রী হতো মাটির প্রদীপ। এখন আর কেউ মাটির প্রদীপ কিনতে চাননা, মাটির প্রদীপের বদলে বাজারে গিয়ে তারা কিনে আনছেন এল ই ডি লাইট বা টুনি বালব। বৈদ্যুতিক এই এল ই ডি লাইট বা টুনি বালবের দাপটে হাতে তৈরী মাটির প্রদীপের চাহিদা দিন দিন তলানিতে এসে ঠেকেছে। জীবিকা সংকটে পড়েছেন মাটির প্রদীপ নির্মাতারা। কুমারগ্রাম ব্লকের কয়েকজন মাটির প্রদীপ নির্মাতা জানান বৈদ্যুতিক বাতির দাপটে মাটির প্রদীপ এর চাহিদা প্রায় নেই বললেই চলে। মাটির প্রদীপ তৈরি করে এখন তাদের লোকসানের বোঝা বইতে হয়। তবুও তারা কিছু প্রদীপ তৈরি করেন কারণ পিতৃপুরুষের পেশা তারা ছাড়তে পারছেননা। তবে নতুন প্রজন্ম মাটির প্রদীপ তৈরি করতে চাইছেনা। তারা পেশা বদল করে অন্য পেশাকেই আকড়ে ধরতে আগ্রহী।
Alipurduar: এল ই ডি ও টুনি বালবের দাপটে বাজার হারিয়েছে মাটির প্রদীপ সংকটে মাটির প্রদীপ নির্মাতারা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper