Breaking News

Madhumita Sarcar: লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়া মাতালেন বঙ্গতনয়া মধুমিতা

Madhumita Sarcar: লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়া মাতালেন বঙ্গতনয়া মধুমিতা ছোটপর্দার পাখি কিংবা ইমন সেক্সি চেহারায় প্রতিনিয়তই ফোটোশুটে নজর কাড়ছেন । দেশি গার্লের এহেন অবতারে ঘুম উড়েছে ভক্তদের। শরীরী উষ্ণতায় বলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত মধুমিতা। উন্মুক্ত ক্লিভেজের গভীর খাঁজ থেকে অনাবৃত উরু সবেতেই বাড়তি উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা। শাড়ি হোক কিংবা পশ্চিমী ড্রেস, ওয়েস্টার্ন হোক কিংবা বিকিনি, সবেতেই নিজের সৌন্দর্যকে মেলে ধরেন মধুমিতা সরকার। অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়া।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। লাল রঙের শাড়ি, মাথায় সাদা গোলাপ, খোলা চুল, কানের বসানো দুল, হাতে চুড়ি পরে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন মধুমিতা । ভি-নেক স্লিভলেস ব্লাউজে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। লাস্যময়ীকে দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা।অনুরাগীদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত মধুমিতা। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দেখলে আপনাদের চক্ষু চড়কগাছ হবে। বাঙালি হটনেস বম্ব প্রতিদিনই নিজের কোনও না কোনও ছবি ইনস্টা-তে পোস্ট করেন। খোলা পিঠ থেকে ওপেন ক্লিভেজ, অফ শোল্ডার হট অ্যান্ড সেক্সি পোজে সবেতেই যেন তিনি লাস্যময়ী। ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় ভিড় যেন উপচে পড়ছে। প্রতিদিনই নিজেকে হট অবতারে মেলে ধরছেন অভিনেত্রী। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। সম্প্রতি টেলিজগতের গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন মধুমিতা সরকার। পাশাপাশি চেনা ছক ভেঙে নিজেকে অন্য ভাবে মেলে ধরছেন অভিনেত্রী। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা। অভিনেত্রীর সৌন্দর্যে বুঁদ তার ফ্যানেরা। আপাতত নিজের জীবন চুটিয়ে উপভোগ করছেন নায়িকা। তার ভক্তরা অভিনেত্রীর হটনেসের ডবল ডোজে বুঁদ হয়ে আছে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।