Breaking News

Murshidabad: মুর্শিদাবাদে নমামী গঙ্গা প্রকল্পের গঙ্গা দূতদের প্রশিক্ষণ শিবির

রিপোর্ট : রাজেন্দ্র নাথ দত্ত , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: মুর্শিদাবাদে নমামী গঙ্গা প্রকল্পের গঙ্গা দূতদের প্রশিক্ষণ শিবির মুর্শিদাবাদ জেলার নমামী গঙ্গা প্রকল্পের পঞ্চায়েতস্তরীও গঙ্গাদূতদের আবাসিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী। নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ জেলার উদ্যোগে সিনি মুর্শিদাবাদ জেলার সহযোগিতায় সিনি অফিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো। প্রশিক্ষন শিবিরে নমামি গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত বহরমপুর ব্লকের বিভিন্ন গঙ্গা তীরবর্তী গ্রামপঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাদুতদের প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান করা হয়। এই শিবিরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক দ্বারা প্রশিক্ষন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা, সিনী অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জয়ন্ত চৌধুরী, হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত প্রধান রাজা দাস ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের নমামি গঙ্গা প্রকল্পের জেলা প্রকল্প আধিকারিক সাত্যকি জানা বলেন, এই প্রশিক্ষন শিবিরে বহরমপুরে ব্লকের বিভিন্ন গঙ্গা নদী সংলগ্ন গ্রাম গুলি থেকে যুব তরুণ তরুণী গঙ্গাদূতদের দলগত এই প্রকল্পের উদ্দেশ্য ও মূল লক্ষ্য সম্পর্কে ও গঙ্গা নদীর সঙ্গে এর সহায়ক নদী গুলির ভূমিকা ও সমাজকল্যাণ এর জন্য প্রত্যেক এর সামাজিক দায়িত্বও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন গ্রামের গঙ্গাদুতদের গঙ্গা নদী দূষণ, নদী পুনর্জীবন এর ধারণা ক্রমশ পরিষ্কার হচ্ছে।এছাড়া পদযাত্রা, স্বচ্ছতা অভিযান, শপথ বাক্য পাঠ ও বাড়ি বাড়ি প্রচার চালানো হয় প্রশিক্ষণরত গঙ্গাদূতদের মাধ্যমে। আগামী দিনে বিভিন্ন কর্মসূচিতে খুব উৎসাহের সহিত সকলের অংশগ্রহণ লক্ষ্য করা যাবে বলে আশা করা যায়।দিন দিন গঙ্গা নদীর জল দূষণ যেভাবে বেড়েই চলেছে তাতে জীবকুল তীব্র সংকটে। শুধু তাই নয়, যদি আমরা জল অপচয় বা জলদুষণ রুখতে সচেতন করা।তাহলে বেশ কিছু বছর পর বিশুদ্ধ জলের সমস্যায় পড়তে হবে । তাই ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের নমামী গঙ্গে প্রকল্প গঙ্গা নদীর দূষণ মুক্ত করার জন্য গঙ্গা নদীর তীরবর্তী এলাকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।গঙ্গা নদী যাতে দূষণ না হয় সেই সব দিক লক্ষ্য রাখা। পাশাপাশি যোগাসন , বৃক্ষরোপণ, জঙ্গল সাফাই,প্লাস্টিক ব্যবহার বন্ধ করা,জল দূষণ এবং অপচয় যাতে না করে তার জন্য র‍্যালির মাধ্যমে হাতে পোস্টার নিয়ে রালি করা হয়। প্রাইমারি দিন দিন গঙ্গা নদীর জল দূষণ যেভাবে বেড়েই চলেছে তাতে জীবকুল তীব্র সংকটে। শুধু তাই নয়, যদি আমরা জল অপচয় বা জলদুষণ রুখতে সচেতন করা।তাই ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের নমামী গঙ্গে প্রকল্প গঙ্গা নদীর দূষণ মুক্ত করার জন্য গঙ্গা নদীর তীরবর্তী এলাকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।গঙ্গা নদী যাতে দূষণ না হয় সেই সব দিক লক্ষ্য রাখা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।