নির্জন বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত এক ঠিকাদার। জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের রাহুতার ঘটনা। রাহুতা বাজার এলাকার বাসিন্দা ধৃতের নাম অজয় ঘরামি। অভিযোগ, রবিবার বেলার দিকে নাবালিকার বাবাকে কাজ দেবে বলে বাড়িতে আসে ঠিকাদার অজয়। বাবার খোঁজের নাম করে রাহুতার মানুর বাগানের মধ্যে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। রাতে নির্যাতিতার পরিবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ঠিকাদার অজয় ঘরামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো -১০ ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে।
Jagatdal: জগদ্দলের রাহুতায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত ঠিকাদার
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper