প্রকাশ ঝা পরিচালিত এবং ববি দেওল অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘আশ্রম’ -এ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী অদিতি পোহানকার । তাঁর অভিনীত এই সিরিজে পারমিন্দার ওরফে পাম্মি পালোয়ানের চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মনে। জনপ্রিয় এই অভিনেত্রী অদিতি আদতে একজন অ্যাথলেটিক। স্কুলে থাকাকালীন ২০০ মিটার এবং ১০০ মিটারে মহারাষ্ট্রকে পদক এনে দিয়েছিলেন। এর পরে অভিনেতা রিতেশ দেশমুখের বিপরীতে ২০১৪ সালে ‘লাল ভারি’ নামে সিনেমায় প্রথম অভিনয় করেন অদিতি। ববি দেওলের সাথে আশ্রম সিরিজের দ্বিতীয় সিজনে বেশ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল অদিতিকে। বাস্তবেও বেশ সাহসী এবং খোলামেলাভাবে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন পাম্মি পালোয়ান। ওয়েব সিরিজের জনপ্রিয়তার সাথে সাথে ইনস্টাগ্রাম ও টুইটারে তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো। কখনো কালো রঙের বিকিনিতে আবার কখনো লং ড্রেসে অনুরাগীদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। সুইমিং পুলের ধারে নীল রঙের বিকিনিতে অভিনেত্রীর হট লুকের ছবি রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়।