তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। আজ হাওড়া জেলা হাসপাতালে তিনি আহত বিজেপি কর্মীকে দেখতে আসেন। এদিন তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কে? তিনি কি সুপার সিএম হতে চাইছেন ? তিনি কি সুপার পুলিশ মন্ত্রী হতে চাইছেন ? সিনেমার মতো ডায়লগ না দিয়ে বিজেপি কার্যকর্তাদের উপর একবার গুলি করে দেখুক না। এদিন তিনি আরো বলেন তারও ইচ্ছা হয় প্রকাশ্যে বাজারের মধ্যে লোকেদের ক্ষেপিয়ে দিয়ে গরু চোর, কয়লা চোরদের ওপর ইট বৃষ্টি করাতে। কিন্তু তাদের দল তা অনুমোদন করে না। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের টুইট প্রসঙ্গে তিনি বলেন তাকে কোনদিন রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যায়নি। গরু চোর, কয়লা চোর, চাকরি চোর এমন কি হাসপাতালের দুরবস্থা নিয়ে তাকে কোন কিছু বলতে শোনা যায়নি। বুলডোজার চালিয়ে দেখুক না আমরা কি করতে পারি।তবে
এদিন অভিযোগ ওঠে হাওড়া জেলা হাসপাতালে আসা রোগীর পরিবারের তরফে , হঠাৎই নাকি বিজেপি নেত্রী কে দেখে হাওড়া জেলা হাসপাতালে ওপরে ওঠার সিঁড়িতে তালা ঝুলিয়ে উপরে ওঠার রাস্তা বন্ধ করে দিয়ে লিফট কে অচল করে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ । কোন রোগীর পরিবারে উঠতে পারছিল না এই নিয়ে রোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ,তারা বিরোধীতা দেখাতে শুরু করে । গেট কিপার ও সিকিউরিটির দাবি তিনি কোন কিছু জানেন না উনার কাছে ওপরের নির্দেশ এসছে তাই উনি বন্ধ করে রেখেছে ।
Agnimitra Paul: নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের হাওড়া জেলা হাসপাতালে দেখতে এসে তৃণমূলকে চ্যালেঞ্জ আগ্নিমিত্রা পালের
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper