রাজ্যে যখন একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে অ্যাডিনো ভাইরাসের দাপটে । শিশু মৃত্যুর সংখ্যা টা নিত্যদিন বেড়েই চলছে ।(BJP)এই ঘটনার পর ও রাজ্য সরকার নির্বিকার ,এমনি অভিযোগ তুলে রাজ্যের “স্বাস্থ্য ভবন চলো ” অভিযান এর কর্মসূচি পালন করলো বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চা (BJP)।
“স্বাস্থ্য ভবন চলো” অভিযান
নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, (BJP) বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন সহ রাজ্যের বিজেপি নেতৃত্ব। এছাড়াও এদিন মিছিলে ছিলেন বিজেপি মহিলা মোর্চার ও যুব মোর্চার জেলার স্তরের নেতাকর্মীরা । (BJP) এদিনের মিছিলে পুলিশের হাতে গ্রেপ্তার হন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ও ইন্দ্রনীল খাঁন।
আক্রান্ত অগ্নিমিত্রা পাল
এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হাত কেটে যায় পুলিশি ধস্তাধস্তিতে এবং তার উপর পুলিশি আক্রমণের অভিযোগ আনেন বিজেপি কর্মীরা । এছাড়াও এদিন বিজেপি কর্মীদের উপরও পুলিশি আক্রমণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতৃত্ব।বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন বলেন – এদিনের শান্তিপূর্ণ কর্মসূচিতে স্বাস্থ্য ভবনে মিছিল পৌঁছে ও পুলিশ ডেপুটেশন জমা দিতে দেয়নি , উল্টে বিজেপি কর্মীদের উপরও আক্রমন করেছে ।রাজ্যের শিশুদের সুস্বাস্থ্যের দাবিতে রাজপথে নামায় ১০০ জনেরও বেশি বিজেপি কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে ।