Breaking News

Agnimitra Paul Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রা পালের

রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, হাওড়া

Agnimitra Paul Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রা পালের তৃতীয় দিনেই হামলার শিকার দেশের অন্যতম বিলাসবহুল গতিময় এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত। সোমবার জলপাইগুড়ি থেকে হাওড়া স্টেশনে ফেরার পথে মালদার কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে । ওই কামরায় থাকা যাত্রীদের অভিযোগ হঠাৎ একটা শব্দ হয় , জানালার কাঁচে পাথর ছোড়ার ডাগ‌ তারা দেখতে পায়, তবে এ জন্য কেউ আহত হয়নি। তবে এদিনের পাথর ছোড়ার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে, রাজনৈতিক মহল থেকে সমস্ত স্তরের মানুষরা নিন্দায় সরব । বন্দে ভারত এক্সপ্রেস দেশের গর্ব , যার‌ ফলে উপকৃত হচ্ছে দেশের মানুষ , সেই জিনিস কে হামলার শিকার হতে হয়েছে বলে মত সাধারণ মানুষের। যদিও এদিনের ঘটনাকে ঘিরে বিজেপির একাধিক রাজ্য স্তরের নেতারা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে । রাজ্যের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল এ প্রসঙ্গে বলেন -সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কে ধন্যবাদ জানাই কিন্তু খুব দুঃখের এত সুন্দর একটি ট্রেন নতুন টেকনোলজি দিয়ে তৈরি আত্মনির্ভর ভারতের জলজ্যান্ত উদাহরণ । নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কে অতি কম সময়ে যে‌ ট্রেন যুক্ত করছে , মানুষের সুবিধা করছে যে ট্রেন , সেই ট্রেন কে দুষ্কৃতীরা পাথর ছুঁড়ে ট্রেনের ক্ষতি করেছে । এদিন অগ্নিমিত্রা পাল বন্দ ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে এক সময়ের কাশ্মীরের অবস্থা তুলে ধরেন , তিনি বলেন – কাশ্মীরে এক সময় পাথর ছোড়ার ঘটনা ঘটতো দুষ্কৃতীদের দ্বারা , কাশ্মীর বর্তমানে অনেক ঠান্ডা ,অনেক শান্তি । কিন্তু কাশ্মীর যেখানে শান্ত হয়ে গেছে ,সেখানে পশ্চিমবঙ্গে দেখছি কাশ্মীরের আবহ । একসময়ের কাশ্মীরে যে‌ রকম দুষ্কৃতীরা তান্ডব করতো সেটা এখন পশ্চিমবঙ্গে দেখা যায় , তবে এই জন্য কোন শাস্তি নেই । মাননীয়া মুখ্যমন্ত্রী কথায় কথায় উওর প্রদেশ মহারাষ্ট্রের সাথে তুলনা করেন । সিএ ডিক্লেয়ারের সময় এ রাজ্যের মতো উওর প্রদেশে যখন‌ বিভিন্ন রেল স্টেশন ও বিভিন্ন ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিলো , তখন উওর প্রদেশ সরকার যারা‌ আগুন লাগিয়ে রেলের সম্পত্তি নষ্ট করে তাদের নাম বের করে তাদের কে চিহ্নিত করে তাদের ব্যানার টাঙ্গিয়ে তাদের শাস্তি দেওয়া হয়েছিলো।তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হয়েছিলো। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কোনদিন শাস্তি দেখি না। ট্রেন পোড়ালেও কোন শাস্তি নেই , মহিলাদের ইজ্জত নিলেও কোন শাস্তি নেই । তিনি বলেন আমরা এই সরকারের কাছে শাস্তি দেখতে চাই । অলরেডি রেল এফ‌আইআর করেছে ।এর পাশাপাশি অগ্নিমিত্রা পাল এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী কেও নিশানা করেন । তিনি বলেন- উওর প্রদেশ মহারাষ্ট্রের সাথে কথায় কথায় তিনি তুলনা করেন হাথরস হলে উন্নাও হলে ।সেখানে যদি বুকের পাটা থাকে তাহলে এটাও করে দেখান যারা‌ বন্দে ভারত কে ক্ষতি করেছে ,যে দুষ্কৃতী রা ঢিল মেরেছে কাঁচ ভেঙেছে ,নষ্ট করেছে , যত‌ লাখ টাকার ক্ষতি হয়েছে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে সেই দুষ্কৃতীদের নাম গুলো ছবি সমেত পাবলিক ডোমেনে প্রকাশ করুন এবং তাদের শাস্তি দিন ।তাদের নিজস্ব সম্পত্তি বাজেয়াপ্ত করে আজকে রেল কে সেই টাকা ফেরত দিন । তাহলে বুঝবো আপনার সত্যি‌ই বুকের পাটা আছে ,আপনার কথার দাম আছে । ন‌ইলে বুঝবো আপনি যেভাবে হাওয়ায় কথা বলেন ,হাওয়ায় কথা বলে হাওয়ায় ডাইলোগ ঝেড়ে রাজনীতি করেন , আপনি এবারেও সেই জিনিস টাই করলেন ।অতেন্ত নিম্নরুচির রাজনীতি আপনি আবারও করলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।