Breaking News

Aishwarya Rai Bachchan-Ranbir Kapoor : সিনেমায় যৌন দৃশ্যে অভিনয়ের জন্য নোংরা প্রস্তাব , কীভাবে নিজের সম্মান বাঁচিয়েছিলেন ঐশ্বর্য ?

তারকাদের জীবন পুরোটাই যেন বিতর্কে মোড়া। ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও সেই তালিকার বাইরে নন। ‘ধুম ২’ ঐশ্বর্যর জীবনে বহুলচর্চিত একটি ছবি। সেই ছবির জন্য সবসময়েই লাইমলাইটে আলোয় ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই সময় অভিষেকের সঙ্গে বাগদান হয়ে গিয়েছে নায়িকার কিন্তু হৃত্বিক রোশনের সঙ্গে লিপ লকের দৃশ্য মারাত্মক ভাবে ভাইরাল হয়েছিল।’ অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরকে। এই ছবিতেই নিজের চেয়ে বেশ ছোট রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। ছবির প্রচারের জন্যই একটি ফোটোশ্যুট করা হয়েছিল, যেখানে রণবীরের কাপুরের সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তে নজর কেড়েছিলেন বচ্চন পরিবারের বধূ।ফোটোশ্যুটে রণবীরের সঙ্গে ঐশ্বর্যর মাখোমাখো কেমিস্ট্রি সকলের নজর কেড়েছিল। ফোটোশ্যুটে রণবীরকে একটা পালঙ্কের উপর বসে থাকতে দেখা গিয়েছিল, এবং ঐশ্বর্যকে তার কোলে শুয়ে থাকতে দেখা যায়।  মা হওয়ার ৪ বছর পরে ঐশ্বর্যর এই বোল্ড অবতার দেখে সকলেই হতবাক হয়েছিল। নেটিজেনরা তার ভূয়ষী প্রশংসা করলেও বচ্চন বধূর এই হট অবতার দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন বচ্চন পরিবার।কান পাতলেই শোনা যায় কাপুরের সঙ্গে ঐশ্বর্যকে দেখে জয়া বচ্চন প্রকাশ্যে মন্তব্য করেছিলেন কোনও লজ্জা নেই। এমনকী ছবি থেকে ঘনিষ্ঠ মুহূর্ত বাদ দেওয়ারও কথা ভেবেছিলেন অমিতাভ-জয়া। একটা সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যের সময় আমি লজ্জা পেতাম।  ভয়ে হাত পা কাঁপত।মাঝে মধ্যে ঐশ্বর্যকে স্পর্শ করতেও দ্বিধা হতো। কিন্তু অভিনয়ের কারণে তা করতে বাধ্য করেছিলাম।  এমনকী যৌনতার দৃশ্যের পর ঐশ্বর্যর জুটেছিল নোংরা প্রস্তাবও। তবে নিজের দক্ষতার জোরে নায়িকা সকলকেই ভুল প্রমাণিত করেছেন I অনুরাগীদের ভালবাসা আর প্রশংসা সেটাই প্রমাণ করে I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।