অভিনয় থেকে রিলেশন সবকিছুতেই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। কোনও না কোনও কারণে বারংবার শিরোনামে থাকে ঐশ্বর্যর নাম। তাকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রির পাতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য।ধুম ২’ ঐশ্বর্যর জীবনে বহুলচর্চিত একটি ছবি। যেই ছবির জন্য সবসময়েই লাইমলাইটে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন। সেই সময় একদিকে তার অভিষেকের সঙ্গে বাগদান হয়ে গিয়েছে আর সেই সময়েই বলি অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে নায়িকার লিপ লকের দৃশ্য মারাত্মক ভাবে ভাইরাল হয়েছিল।করণ জোহরের “অ্যায় দিল হ্যায় মুশকিল” ছবিতে প্রথমবার ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেই ছবিতেই নিজের চেয়ে নয় বছরের ছোট রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে। ছবির প্রচারের জন্য একটি ফোটোশ্যুট করা হয়েছিল, যেখানে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তে নজর কেড়েছিলেন বচ্চন বধূ।মা হওয়ার চার বছর পরে ঐশ্বর্যর এই বোল্ড অবতার দেখে সকলেই হতবাক হয়েছিল। নেটিজেনরা তার ভূয়ষী প্রশংসা করলেও বচ্চন বধূর এই হট অবতার দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল বচ্চন পরিবার।এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন ঐশ্বর্যর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের সময় আমি লজ্জা পেতাম। ভয়ে হাত পা কাঁপত।মাঝে মধ্যে ঐশ্বর্যকে স্পর্শ করতেও দ্বিধা হতো। কিন্তু অভিনয়ের জন্য তা করতে বাধ্য হয়েছিলাম।বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সারাক্ষণ চর্চা চলেই আসছে। তার পুরোনো গসিপ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও অব্যাহত। নানা জল্পনার মধ্যে ঐশ্বর্য রাই বচ্চন হলেন অন্যতম যার অনুরাগীর সংখ্যাও প্রায় এক কোটি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper