Breaking News

Alia Bhatt-Neetu kapoor : আলিয়ার শাশুড়ি কেমন হবেন নীতু কাপুর ? চর্চা তুঙ্গে

রালিয়া অর্থাৎ আলিয়া ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে যখন উত্তাল হচ্ছে বলিপাড়া তখনই হবু বউমার সঙ্গে নিজের বন্ডিং নিয়ে মুখ খুললেন নীতু কাপুর। . খাতায় কলমে বিয়েটা যদিও বিয়ে হয়নি এখনো কিন্তু সেটা না হলেও আলিয়াকে নিজের বউমা হিসেবেই দেখেন নীতু । তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সকলেরই জানা। নীতুর আশা, ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গে তার যেমন মধুর সম্পর্ক ছিল ঠিক ততটাই মজবুত হবে আলিয়ার সঙ্গে তার সম্পর্ক। এক সাক্ষাৎকারে নীতু কাপুর জানিয়েছেন, আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের ঠিক যতটা ভাল সম্পর্ক ছিল, আমি চাই আলিয়ার সঙ্গে আমার সম্পর্কটা তেমন হোক। তিনি  যেমন ওনার ছেলের থেকে আমাকে বেশি ভালবাসতেন, তেমনই আমরা একে অপরের বন্ধু ছিলাম। সব বিষয় নিয়ে মন খুলে কথাও বলতাম। এমনকী ওনার ছেলের নামেও নালিশ করতাম। আলিয়ার সঙ্গেও আমার সম্পর্কটা এরকম হবে।আলিয়া-রণবীরের বিয়ের জল্পনার মধ্যেই ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, কাপুর খানদানের খানদানি সোনার হার বউমার গলায় পরিয়ে দেবেন নীতু কাপুর। সেই হার একদিন ঋষি কাপুরের মা কৃষ্ণা রাজ কাপুর পরিয়ে দিয়েছিলেন নীতু কাপুরকে। কাপুর পরিবারের বংশ পরম্পরা মেনে সেই হার এবার উঠবে আলিয়ার গলায়।  শাশুড়ি হিসেবে যে খুবই ভালো হবেন নীতু কাপুর সেটা আগে থেকেই টের পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, আগামী ১৩ এপ্রিল থেকে রণবীর ও আলিয়ার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হবে। সূত্র বলছে ১৩ এপ্রিল রণবীরের নামে মেহেন্দি পরবেন আলিয়া ভাট এবং তারপরের দিন ১৪ এপ্রিল হলদি সেরেমনি অনুষ্ঠিত হবে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন বলিপাড়ার টক অফ দ্য টাউন। বিয়ের জল্পনা যেন চলেই আসছে। অনুষ্ঠানের তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। সাজগোজ থেকে খাওয়া-দাওয়া সবতেই বিস্তর চর্চা চলছেই I চর্চিত এক মেগা বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড I সেই দিকেই আপতত তাকিয়ে অনুরাগী সহ সকলেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।