Breaking News

Alipurduar: তেরো দফা দাবিতে আলিপুরদুয়ারে মিছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক ক্ষেত মজুর সংগঠনের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: তেরো দফা দাবিতে আলিপুরদুয়ারে মিছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক ক্ষেত মজুর সংগঠনেরতেরো দফা দাবি ও (Alipurduar) কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা শহরে মিছিল করলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক ক্ষেত মজুর সংগঠনগুলি। এদিন আলিপুরদুয়ার শহরের বলাই মোড়ের শ্রমিক কৃষক ভবন থেকে মিছিল করে জেলার প্রধান কার্যালয় ডুয়ার্স কন্যায় যান সংগঠন গুলির কর্মী সমর্থকগন। তারপর তাদের এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে জেলাশাসককে ডেপুটেশন দেন। সংগঠন গুলির পক্ষে জানানো হয় তারা এদিন যেসব দাবিতে ডেপুটেশন দিয়েছেন সেগুলির মধ্যে অন্যতম কয়েকটি দাবি হলো নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কমানো, স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষি পণ্যের সহায়ক মূল্য ঘোষণা করা, কৃষকদের সমস্ত ঋণ মকুব করা, বন্ধ চা বাগান সহ কল কারখানা খোলা, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, একশদিনের কাজ চালুকরা ও দৈনিক মজুরী ছয়শো টাকা করা সহ আরও এক গুচ্ছ দাবি। জেলাশাসক ডেপুটেশন গ্রহন করে জানান তিনি স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।