পাচারের আগেই একটি বোলেরো পিক আপ ভ্যান সহ চোরাই সেগুন কাঠের গুড়ি উদ্ধার করলো আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার পুলিশ কর্মীরা। পুলিশি অভিযানের সাড়া পেয়েই পাচারকারীরা সেগুন কাঠের গুড়ি সমেত পিক আপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা সেগুন কাঠের গুড়ি সমেত পিক আপ ভ্যানটি কে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ ও বন দপ্তর পাচারকারীদের ধরতে তদন্ত শুরু করেছে।
Alipurduar: ফালাকাটা থানার পুলিশ কর্মীদের অভিযানে উদ্ধার সেগুন কাঠের গুড়ি সমেত একটি বোলেরো পিক আপ ভ্যান
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার