আবাস যোজনার (Alipurduar) সমীক্ষা রিপোর্ট এর চূড়ান্ত পর্যায়ের তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন।জেলার কালচিনি, মাদারীহাট ও ফালাকাটা এই তিনটি ব্লকের বিডিওদের পাঠানো সমীক্ষা রিপোর্ট হাতে নিয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন জেলা প্রশাসন নিযুক্ত কর্মীরা। তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা রিপোর্ট এর তথ্যগুলো যাচাই করে নিচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বিডিওদের পাঠানো সমীক্ষা রিপোর্ট এর সাথে কোনো তথ্যের গরমিল পাওয়া গেলে আবেদনকারীর নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আবাস যোজনার তালিকা থেকে প্রকৃত প্রাপকরা যাতে বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।
Alipurduar: আবাস যোজনার সমীক্ষা রিপোর্ট এর চূড়ান্ত পর্যায়ের তদন্তে জেলা প্রশাসন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার