অজানা জন্তুর (Alipurduar) পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার নাওথোয়া গ্রামের ঘটনা। শনিবার সকালে গ্রামবাসীরা চাষ করা জমিতে পায়ের ছাপ দেখতে পান। পায়ের ছাপ দেখে তাদের ধারনা এগুলো চিতাবাঘের পায়ের ছাপ। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুর্বচকচকা গ্রামে একটি চিতাবাঘ জনৈক গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে একটি বাছুর টেনে নিয়ে যায়। পরে গ্রামবাসীদের চীৎকারে বাছুরটিকে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুদিন ধরে নজরদারি চালিয়েও চিতা বাঘটির হদিশ পাননি। তাদের ধারনা ছিলো চিতাবাঘটি রায়ডাক দুই নম্বর নদীর পার বরাবর কোথাও লুকিয়েছে। নাওথোয়া গ্রামটি রায়ডাক দুই নম্বর নদীর ধারে এবং পূর্ব চকচকা গ্রামের থেকে নাক বরাবর কিছুটা দক্ষিন দিকে হওয়ায় গ্রামবাসীর মনে ধারনা জন্মায় ছাপ গুলো চিতাবাঘের। এথেকেই গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। তারা খবর দেন বন দপ্তরের আটিয়ামোচড় বিট অফিসে। সেখান থেকে দুইজন বনকর্মী।ঘটনাস্থলে আসেন ও পায়ের ছাপ গুলি পরীক্ষা করে দেখে গ্রামবাসীদের বলেন তারা পরে জানাবেন। কিন্তু বন দপ্তর এর পক্ষ থেকে গ্রামবাসীদের কোনো কিছু না জানানোয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক রয়ে গিয়েছে বলে জানান বাসিন্দারা।
Alipurduar: অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper