আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে আলিপুরদুয়ার পৌর এলাকার সমাজপাড়ায় শনিবার আয়োজিত হল দুস্থদের মধ্যে বস্ত্র বিতরন কর্মসূচি। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বোস, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রুগী কল্যান সমিতির সদস্য আনন্দ কুমার জয়সোয়াল সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানান এদিন এলাকার দেড় শতাধিক দুস্থ মানুষের হাতে নুতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।
Alipurduar: পুজোর আগে বস্ত্র বিতরন আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজের প্রাক্তনীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার