আলিপুরদুয়ার পুরসভা দপ্তরে আইনি সহায়তা (Alipurduar) কেন্দ্রের সূচনা করলেন আলিপুরদুয়ার জেলা আদালতের বিচারক ডালিয়া ভট্টাচার্য্য l এদিন এই উপলক্ষে একটি আইনি সচেতনামূলক শিবিরের আয়োজন করা হয় l আলিপুরদুয়ার পুরসভার অন্তর্গত আশাকর্মী, পুরসভার কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন এস জে ডিএর প্রাক্তন চেয়ারম্যান ড: সৌরভ চক্রবর্তী, তৃনমূলনেতা মৃদুল গোস্বামী,আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে আইনি সহায়তা থেকে বঞ্চিত থেকে যায় বহু মানুষ। যাতে কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং সকলে যাতে আইনি সহায়তা পায় সেই কারণেই বিনামূল্যে এই আইনি সহায়তা শিবিরের আয়োজন করা হয় এবং পৌরসভায় এই আইনি সহায়তা কেন্দ্রটি খোলা হল বলে জানান বিচারক ডালিয়া ভট্টাচার্য l জানা গেছে, এই কেন্দ্র থেকেই এখন বিনামূল্যে সব রকম আইনি সহায়তা পাওয়া যাবে। এই আইনি সহায়তা কেন্দ্র টি চালু হওয়ায় খুশি সাধারন মানুষ।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এজন্য লিগ্যাল সেল ও বিচারক ডালিয়া ভট্টাচার্য্য কে ধন্যবাদ জানিয়েছেন।
Alipurduar: আলিপুরদুয়ার পুরসভা দপ্তরে আইনি সহায়তা কেন্দ্র উদ্বোধন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার