আলিপুরদুয়ার জেলার (Alipurduar) ভারত ভূটান সীমান্তের জয়গাঁ ভুলন মোড়ে বুধবার সাতাত্তরতম ভারতীয় সেনা দিস উদযাপন করা হয় সেনাবাহিনী ও সশস্ত্র সীমা বলের উদ্যোগে। এই উপলক্ষ্যে আয়োজিত হয় অস্ত্র প্রদর্শনী। জয়গাঁ এলাকার কুড়িটি স্কুলের ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র চাক্ষুষ করে। সেনা জওয়ানরা ছাত্র ছাত্রীদের অস্ত্র দেখিয়ে অস্ত্র গুলির কার্যকারিতা ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন জলদাপাড়া বন্য প্রাণ বিভাগের ডি এফ ও প্রবীন কাশোয়ান, জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা সহ সেনা বাহিনীর আধিকারিক ও সেনা জওয়ানরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar: ভারতীয় সেনা দিবস উপলক্ষ্যে অস্ত্র প্রদর্শনী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার