আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম (Alipurduar) বিধানসভা কেন্দ্রের বিজেপির সক্রিয় কার্যকর্তা কর্মশালা আয়োজিত হলো বৃহস্পতিবার। দলীয় পতাকা উত্তোলন করে এদিন বারোবিশা ব্যবসায়ী সমিতির হলঘরে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, তাকে সহযোগিতা করেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি বাবুলাল সাহা। উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগগা, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও, দলের জেলা সম্পাদক সুনীল মাহাতো, বিপ্লব দাস সহ দলের মন্ডল নেতৃত্ব ও সক্রিয় কার্যকর্তাগন। জেলা সভাপতি মিঠু দাস জানান এদিন কর্মশালায় সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি সক্রিয় কার্যকর্তাদের সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে যাতে করে তারা সংগঠনকে মজবুত করে গড়ে তুলতে পারেন ও সংগঠনের কাজে আত্মনিয়োগ করতে পারেন।
Alipurduar: বিজেপির কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র সক্রিয় কার্যকর্তা কর্মশালা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার