শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Alipurduar: চারদিন ধরে বিকল জেলা হাসপাতালের এক্স রে মেশিন,সমস্যায় রুগীরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চারদিন ধরে বিকল জেলা হাসপাতালের এক্স রে মেশিন,সমস্যায় রুগীরা চারদিন ধরে বিকল হয়ে (Alipurduar) আছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ডিজিটাল এক্সরে মেসিন, সমস্যায় পড়েছেন রুগীরা। জানা গেছে হত শুক্রবার থেকে হাসপাতালের এক্স রে মেশিন টি বিকল হয়ে আছে। ফলে রুগীরা পিড়েছেন সমস্যায়, তাদের গাটের কড়ি খরচ করে বাইরে থেকে এক্স রে করাতে হচ্ছে। কয়েকজন রুগীর পরিবারের সদস্যরা জানান বাইরে থেকে এক্স রে করতে তাদের বেশী টাকা খরচ করতে হচ্ছে। তাদের দাবি দ্রুত মেশিন সারানোর ব্যবস্থা গ্রহন করুক হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে হাসপাতাল সুপার পরিতোষ মন্ডল জানান এক্স রে মেশিন খারাপের বিষয়টি স্বাস্থ্য ভবনে কর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। এবার কর্তারা কত তাড়াতাড়ি মেশিন সারানোর ব্যবস্থা গ্রহন করবেন তার অজানা। তবে তিনি আশা প্রকাশ করছেন স্বাস্থ্য ভবন রুগীদের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।