শনিবার , জানুয়ারি 24 2026
Breaking News

Alipurduar: চোরাই সামগ্রী সহ গ্রেপ্তার তিন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: চোরাই সামগ্রী সহ গ্রেপ্তার তিন আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে চুরির দায়ে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে ও তাদের হেফাজত থেকে চোরাই সামগ্রী উদ্ধার করে। জানা গেছে চলতি মাসের আঠারো তারিখ থানা এলাকার জনৈক বাসিন্দা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে তিন জনকে গ্রেপ্তার করে ও তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি ভুটানের গ্যাস সিলিন্ডার, একটি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী। ধৃতদের নাম নুর হোসেন, বিজয় বর্মন ও শফিকুল ইসলাম, সকলেই থানা এলাকার গুয়াবাড়ির বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।