আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বুধবার বিকালে প্রদীপ জ্বালিয়ে নবম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বইমেলা উদ্বোধন এর আগে শহরের কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। বইমেলায় আগত অতিথিদের বৈরাতি নৃত্যের মাধ্যমে বরন করে নেওয়া হয়। বইমেলা চলবে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত। বইমেলা কমিটির কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ তালুকদার জানান এবছর মেলায় বাংলাদেশের দুটি প্রকাশনীর স্টল সহ মোট সত্তরটি বইয়ের স্টল থাকছে। বই ছাড়াও অন্যান্য সামগ্রীর আরও সতেরোটি স্টল থাকছে। উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, এসজেডিএ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
Alipurduar District Book Fair: নবম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper