শনিবার গভীর রাতে (Alipurduar) আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকার চালতাতলায় দুটি বাসের সংঘর্ষের ঘটনায় আহত হন ছত্রিশ জন। জানা গেছে বাস দুটি গুজরাট থেকে নব্বই জন তীর্থযাত্রী নিয়ে অসমের কামাখ্যা মন্দিরে গিয়েছিলো। শনিবার রাতে বাস দুটি কামাখ্যা থেকে ফিরছিলো। প্রথম বাসটি গঙ্গাসাগর ও পিছনের বাসটি দেওঘর যাবার কথা। চালতাতলা এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। একারনে এখানে সড়কটিকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম বাসের চালক বিষয়টি বুঝতে না পেরে আচমকাই সড়ক যেখানে দুভাগ হয়েছে তার সামনে এসে ব্রেক কষে দাঁড়িয়ে যান। পেছনের বাসটি টাল সামলাতে না পেরে সজোরে এসে ধাক্কা মারে প্রথম বাসের পেছনে। ঘটনায় আহত হন ছত্রিশ জন পুণ্যার্থী। স্থানীয়রা দুটি বাসের সংঘর্ষের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন ও তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের পাঠানো হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আহতদের মধ্যে বারো জনকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । বাকী চব্বিশ জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন। এদের মধ্যে আঠারো জন মহিলা ও ছয় জন পুরুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Alipurduar: দুটি বাসে সংঘর্ষের ঘটনায় আহত ছত্রিশ জন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper