Breaking News

Alipurduar: একগুচ্ছ দাবিতে মিছিল ও ডুয়ার্স কন্যায় ডেপুটেশন বনবস্তি বাসীদের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: একগুচ্ছ দাবিতে মিছিল ও ডুয়ার্স কন্যায় ডেপুটেশন বনবস্তি বাসীদেরএকগুচ্ছ (Alipurduar) দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার শহরে মিছিল করলো বনবস্তির বাসিন্দারা। এদিন তারা মিছিল করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় যান ও আদিবাসী কল্যান আধিকারিক এবং ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে গন ডেপুটেশন দেন। তাদের দাবি গুলি হলো বনবস্তিবাসীদের জমির খতিয়ান প্রদান, একশো দিনের কাজ দ্রুত চালু করা, বনবস্তিগুলিতে নলবাহী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সহ আরও বেশ কিছু দাবি। পাশাপাশি তারা জুলাই মাসের নয় তারিখ দেশব্যাপী যে সাধারন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানান। দাবিপত্র গ্রহন করে আসিবাসী কল্যান আধিকারিক ও ভূমি সংস্কার আধিকারিক জানান তারা ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।