শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: দুর্গম এলাকার ছেচল্লিশ জন ছাত্র ছাত্রীকে নিখরচায় আবাসিক বিদ্যালয়ে রেখে পড়াশোনার ব্যবস্থা করলো জেলা প্রশাসন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: দুর্গম এলাকার ছেচল্লিশ জন ছাত্র ছাত্রীকে নিখরচায় আবাসিক বিদ্যালয়ে রেখে পড়াশোনার ব্যবস্থা করলো জেলা প্রশাসন আলিপুরদুয়ার জেলার একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা বক্সা। এখানে ছয়শোটি ডুকপা জনজাতির পরিবারে হাজার তিনেক মানুষ বসবাস করেন। তাদের জীবন জীবিকার অন্যতম উপায় পর্যটন। এছাড়া অন্য কোনো আয় তাদের নেই। সন্তানদের ভালো মানের পড়াশোনা করানোর ইচ্ছা থাকলেও তাদের সাধ্যে কুলোয়না। একে নেই নির্দিষ্ট জীবিকা তার উপর এলাকায় প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় নেই। দুর্গম এলাকার অঅভিভাবকদের চিন্তা দূরে সরিয়ে তাদের সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন।এই দুর্গম এলাকার শিশুদের শিক্ষাদানের জন্য জেলার কালচিনি ব্লকের মেন্দাবাড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত হয়েছে পন্ডিত রঘুনাথ মূর্মূ আবাসিক বিদ্যালয়। ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থায় বিনা খরচে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতে পারবে। আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা উদ্যোগী হয়ে বক্সা এলাকার ছেচল্লিশ জন ছাত্রছাত্রী কে এই বিদ্যালয়ে ভর্তি করেন এবং বুধবার দুর্গম বক্সা এলাকা থেকে বাসে করে তাদের অভিভাবকদের সহ নিয়ে আসেন। সন্তানদের পড়াশোনার ব্যবস্থা সরকারি ভাবে হওয়ায় অভিভাবক গন রাজ্য সরকার সহ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের দীর্ঘদিনের আশা পূরন হতে চলেছে। জেলাশাসক ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।